চাঁদপুর ইউপি নির্বাচন সুষ্ঠ হউক

সারাদেশের ন্যায় চাঁদপুরেও আজ চেয়ারম্যান পদে প্রার্থীরা সরাসরি রাজনৈতিক দলীয় মনোনয়নে নির্বাচন করছেন। ইউনিয়ন পরিষদ রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে একেবারে গ্রামের মানুষের সরাসরি অংশগ্রহণ থাকে এবং তা হয় স্বতস্ফুর্ত। সৃষ্টি হয় বিপুল উৎসাহ, উদ্দীপনা ও উৎসবের আমেজ। চেয়ারম্যান পদে দলীয়ভাবে নির্বাচনের আয়োজন করা হলেও জনগণের অংশগ্রহণের কমতি পড়বে না- এই আশা করা যায়।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন করা নির্বাচন কমিশনের জন্য বড় একটি চ্যালেঞ্জ। এর আগে পৌর নির্বাচনে কিছু রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ উঠেছে। পৌর নির্বাচনী তৎপরতায় শুরুর দিকে সতর্কতা অবলম্বন করা হয়নি বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিলো। অবশ্য শেষমেষ নির্বাচন কমিশন একটা শক্ত অবস্থান নেয়।এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন শুরু থেকেই শক্ত অবস্থান নেবে- এটাই সবাই আশা করে।

জাতীয় পর্যায়ে নির্বাচন ও ইউনিয়ন পরিষদের মত স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচনে ভোটারদের আবেগ অনুভুতি এক হওয়ার কথা নয়। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো সরাসরি যুক্ত থাকায় তারাও দায়িত্বশীল আচরণ করবে- এটাও সবাই আশা করে।

এই নির্বাচনে প্রার্থী, তাদের কর্মী-সমর্থক ও সমর্থনকারী রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরা আচরণবিধি মেনে চলবেন এবং সংশ্লিষ্ট সকলে দায়িত্বশীল ভূমিকা সুষ্ঠুভাবে পালন করবেন যাতে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়- এটাই আমাদের কাম্য।

কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *