পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্যোগ নেয়া প্রয়োজন

কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে অতি দ্রুত। বাংলাদেশ ষড় ঋতুর দেশ হলেও এখন ষড় ঋতুর দেশ আছে বলে আর মনে হয় না। ঋতুর আচরণ এখন অনেকটাই বৈচিত্রময়। লাগাতার তাপদাহে পুড়ছে গোটা দেশ ও জাতি। কোথায়ও কোন স্বস্থি নেই। সীমাহীন গড়মের কারণে মানুষের মধ্যে বাড়ছে রোগ বালাই। কিছুটা বৃষ্টি হলেও তাতেও নিস্তার পাওয়া যাচ্ছে না গরমের হাত থেকে।
তাই পৃথিবীর তাপমাত্রার এমন ভয়াবহ পরিবর্তন অবশ্যই শঙ্কার বিষয়।
এ ব্যাপারে সরকারের পাশাপাশি সর্বসাধারনের মধ্যেও সচেতনতা জরুরী। সাধারণ মানুষ সচেতন না হলে পরিবেশের ভারসাম্য ঠিক রাখা সম্ভব নয়। এর জন্য মানুষকে গাছপালা নিধন বন্ধ করতে হবে। এছাড়া এই গরম থেকে পরিত্রান পাওয়ার কোন সুযোগ নেই। দিন যতোই যাচ্ছে বৈশ্বিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে। প্রখ্যাত বিজ্ঞানী স্টেফেন হকিংস বলেছেন আগামী ৫০ বছর পর পৃথিবী এতোটাই উত্তপ্ত হয়ে উঠবে যে, পৃথিবীতে আর মানুষের অস্তিত টিকবে না। তাই তিনি পরামর্শ দিয়েছেন অন্য কোন গ্রহে মানুষের আবস্থল খুঁজে নেয়ার জন্য। আমরা চাঁদপুরবাসী যেন পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ বিপর্যয় না করি সেই জন্য সচেষ্ট হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *