জোয়ারের পানিতে হাইমচরে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত

হাইমচর বাজার আকস্মিক জোয়ারের পানিতে ডুবে যায়। এক পর্যায়ে অতিরিক্ত পানি বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। মেঘনার করাল গ্রাসে এ বাজারের ব্যবসায়ীরা অনেকবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল ৬ সেপ্টেম্বর সোমবার (বাজারের হাটবার) দুপুরের পরে হঠাৎ এমন ঘটনায় ব্যবসায়ীরা হতভম্ব হয়ে পড়েন।

হাইমচর উপজেলার সর্বোচ্চ ইজারাকৃত একমাত্র গরুর বাজার হাইমচর বাজার। এ বাজার থেকে সরকার প্রতি বছর প্রায় ২০ লক্ষাাধক টাকা রাজস্ব আয় পেয়ে থাকে। কিন্তু দীর্ঘ ২০ বছরেও এই বাজারের কোন উন্নয়নমুলক কাজ হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত হাইমচর বাজারের তেমন কোন উন্নয়ন হয় নি।

বাজার ব্যবাসায়ীরা জানান, বর্তমানে বাজারটি অনেক নিচু, যার কারনে সামান্য বৃষ্টি হলেই বাজারে পানি জমে যায়। চলাফেরা করতে মারাত্মক ব্যাঘাত ঘটে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাজারের রাস্তায় পানি জমলে সহজে সরে না, কাঁদা হয়ে চলাচলের অনুপযোগী হয়। কাঁচাবাজারে কোন সেড ঘর নাই।

টয়লেটসহ আরো অনেক সমস্যায় জর্জরিত হাইমচর বাজার। সামান্য পানি জমলেই নিরুপায় হয়ে ব্যবসায়ীরা মেইন রোডে মাছ বাজার, কাঁচাবাজার পরিচালনা করেন। গতকালের অস্বাভাবিক জোয়ারের পানিতে সমস্যা কয়েকগুন বেড়ে যায়।

হাইমচর প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *