প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা দিলেন শিক্ষামন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতরের ক্যান্সার, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় ১৮ জনকে জন প্রতি ৫০ হাজার টাকা হারে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চিকিৎসা সহায়তার ৯ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আউটার স্টেডিয়ামে হানাদার মুক্ত দিবস ও মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০২১ উদ্বোধনী মঞ্চে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি প্রধান অতিথি হিসেবে ১৮ জন রোগীর হাতে সর্বমোট ৯ লক্ষ টাকার সহায়তার চেক তুলে দিয়ে বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এসময় উপস্থিত ছিলেন।

নির্বাচিত ১২৯ জন রোগীদের মধ্যে ৮২ জন ক্যান্সার, ১৮ জন কিডনী, ০৭ জন লিভার সিরোসিস, ০৬ জন স্ট্রোকে প্যারালাইজড, ০৬ জন জন্মগত হৃদরোগ ও ১০ জন থ্যালাসেমিয়া রোগী।

উল্লেখ্য, আগামী ১৩ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয়ের সম্মেলন কক্ষে অবশিষ্ট ব্যক্তিগণের চেক হস্তান্তর করা হবে।

স্টাফ রিপোর্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *