১৩ প্রবাসী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেন

বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত গঠনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তৎকালিন সময়ে যুক্তরাজ‍্য প্রবাসী ১২ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সোমবার (১৯ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করা হয়।

মুক্তিযোদ্ধা হিসেবে প্রবাসে বিশ্ব জনমত গঠন গেজেটে অন্তর্ভূক্ত ১৩ জনের মধ্যে (গেজেট নং-২) যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, (গেজেট নং-৩) সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, (গেজেট নং-৪) সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, (গেজেট নং-৫) জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ডক্টর এনামুল হক, (গেজেট নং-৬) সাবেক মন্ত্রী (সদ‍্য প্রয়াত) জাকারিয়া চৌধুরী, (গেজেট নং-৭) সাবেক রাষ্ট্রদূত রাজিউল হাসান, (গেজেট নং-১২) সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী।

এর আগে ২০১৯ সালে যুক্তরাজ‍্যে গঠিত ১৩১টি সংগঠনের কেন্দ্রীয় সংগঠন স্টিয়ারিং কমিটির আহ্বায়ক মরহুম মো. আজিজুল হক ভূঁঞাকে  প্রবাসে বিশ্ব জনমত গঠন গেজেটের ১নং সদস‍্য হিসেবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রদান করা হয়।

প্রবাসে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা বিশ্ব জনমত গঠনে কাজ করেছেন তারা আগামী সেপ্টেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভূক্তির আবেদন করতে পারবেন বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *