চাঁদপুরে প্রিপেইড মিটারে ব্যাটারি পরিবর্তন ফ্রি

প্রিপেইড মিটারে ব্যাটারি পরিবর্তন নিয়ে গ্রাহকদের দুর্ভোগের যেন শেষ নেই। মিটারের ফ্রী ব্যাটারি পরিবর্তন করতে গিয়ে অনেকেই অসাধু কিছু কর্মচারীর জন্য হয়রানির শিকার হচ্ছেন। অথচ খুব সহজেই প্রিপেইড মিটারের ব্যাটারি পরিবর্তন করা যায়।

মিটারে নতুন করে তা সংযোজন করতে কোন ফি কিংবা অর্থ পরিশোধের প্রয়োজন হয় না বলে জানিয়েছেন চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের (বিউবো) নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান।

গতকাল মঙ্গলবার দুপুরেচাঁদপুর শহরের নতুনবাজার বিক্রয় ও বিতরণ বিভাগ কার্যালয়ে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।

হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। গ্রাহক মনে করছেন মিটারের টাকা শেষ হয়ে গেছে। যখন মিটার রানিং হচ্ছে না, তখনই গ্রাহকরা বুজতে পারেন মিটারের ব্যাটারি শেষ হয়ে গেছে। তখন কিছু না বুজেই তাড়াহুড়ো করে বিদ্যুৎ অফিসে ফোন করে স্টাফদের আসতে বলেন। তখন টাকার বিনিময়ে ওই স্টাফ গ্রাহকের ব্যাটারি পরিবর্তন করে দেন।

সম্প্রতি সময়ে চাঁদপুর শহরে প্রিপেইড মিটারের ব্যাটারি পরিবর্তন করতে এমন ঝামেলা পোহাতে হচ্ছে গ্রাহকদের। অথচ প্রিপেইড মিটারের ব্যাটারি শেষ হওয়ার সাথে সাথে সরাসরি বিদ্যুৎ অফিসে এসে আবেদন করলেই কোন প্রকার অর্থ ছাড়া নতুন ব্যাটরি পাবেন গ্রাহকরা।

চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকার বাসিন্দা ইদ্রিস বলেন, প্রিপেইড মিটারের ব্যাটারি শেষ হয়ে গেলে চাঁদপুর বিদ্যুৎ অফিসে ফোন করি। তখন সেখান থেকে লোক আসলে নতুন ব্যাটরি লাগানোর কথা বলেন। মিটারের ব্যাটারী ও আনুসাঙ্গিক খরচের জন্য আমার কাছ থেকে ১২০০ টাকা নিয়েছে। আগে নিয়ম-কানুন জানালে এমনটা হত না।

নাম প্রকাশে অনিচ্ছুক চাঁদপুর বিদ্যুৎ অফিসের স্টাফরা বলেন, গ্রাহক সরাসরি এসে আবেদন করলে কোন টাকা লাগে না। এখান থেকে যদি কোন স্টাফ গ্রাহকদের বাড়ি যায়, তাহলে কিছু খরচ গ্রাহকদের বহন করতে হয়। গ্রাহকের আবেদন করা, মিটার চালু করা পর্যন্ত আমরা দায়িত্ব নিয়ে থাকি। সেই জন্য গ্রাহকদের কাছ থেকে কিছু খরচ নেই।

চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের (বিউবো) নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকরা মিটারের ব্যাটারি নিয়ে আমাদের কাছে অভিযোগ করে থাকেন। আমাদের একটাই কথা প্রিপেইড মিটারের ব্যাটারি পরিবর্তনের জন্য কোন ফি কিংবা অর্থ পরিশোধ করতে হয় না।

ব্যাটারি পরিবর্তনের প্রয়োজনে গ্রাহকরা কারো শরণাপন্ন হবেন না। সরাসরি অফিসে এসে যোগাযোগ করবেন। এখানে আবেদন করলেই আপনি ফি ছাড়া প্রিপেইড মিটারের ব্যাটারি পাবেন।

স্টাফ রিপোর্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *