বাঙালির লড়াই সংগ্রামে নেপথ্যের প্রেরণাদাত্রী ছিলেন বঙ্গমাতা: এমপি রুহুল

সংসদ সদস্য আলহাজ এ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা বাঙালির সকল লড়াই সংগ্রাম আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী। বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসেবে নয়, একজন নীরব দক্ষ সংগঠক হিসেবে যিনি নিজেকে বিলিয়ে দিয়ে বাঙালির মুক্তি সংগ্রামে ভুমিকা রেখেছেন। বঙ্গবন্ধুকে হিমালয় সমআসনে অধিষ্ঠিত করেছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।

গত ৯ আগস্ট বেলা ১১টায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুঃস্থদের মাঝে ঢেউটিন এবং চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ আওলাদ হোসেন লিটন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু। এসময় সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে অসহায় ও দুঃস্থ ১৮ জনের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।

মাহফুজ মল্লিক, ১০ আগস্ট, ২০২১;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *