সিলেটের পর এবার কুড়িগ্রামের বানভাসীদের পাশে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন

 

সিলেটের পর এবার কুড়িগ্রামে বানভাসীদের পাশে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন

স্টাফ রিপোর্টার

সিলেটের পর এবার কুড়িগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসীদের জন্য বিভিন্ন সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো চাঁদপুর জেলা সেচ্ছাসেবী সোসিয়েশন।

২২ জুলাই শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবী টিম কুড়িগ্রাম সদরের পাচগাছি ইউনিয়নের কদমতলা চরের ৩ শতাধিক বানভাসি দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ, নগদ অর্থ,

পোষাক ও প্রাথমিক চিকিৎসার জন্য ঔষধ সামগ্রী তুলে দেয় ।

২১ জুলাই সংগঠনটির ১৬ জন প্রতিনিধি উপহার সামগ্রি নিয়ে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে ২২ জুলাই সারাদিন নগদ অর্থ এবং এসব সামগ্রি বিতরণ করে।

এসোসিয়শনের আহ্বায়ক কাজী মোসলেহ উদ্দীন মিশু জানান, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন একক কোনো সংগঠন নয়, এ সংগঠনের অধীনে প্রায় ৯০টি স্বেচ্ছাসেবী

সংগঠন রয়েছে। আমরা চাঁদপুর বাসীর পক্ষ হয়ে দেশের যে কোন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকতে চাই। এসোসিয়েশনের মাধ্যমে আমরা আমাদের কাজগুলো তুলে ধরতে

চাই। ধন্যবাদ জানাই চাঁদপুরের সর্বস্তরের সবাইকে,যাদের অর্থ শ্রমের মাধ্যমে কাজগুলো হচ্ছে। আমরা সবাই ঐক্যবদ্ধ চাঁদপুর হবে দেশের গর্ব।

উল্লেখ্য, সংগঠনটি স্বেচ্ছাসেবীরা নিজেদের সর্বোচ্চ উজার করে সিলেটের সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্তদের পর এবার কুড়িগ্রামের বানভাসিদের পাশে তাদের সাহায্যত্বে ছুটে

 

গিয়েছে। ছুটছে সেসব অসুবিধাগ্রস্ত দুঃখী মানুষের দুয়ারে দুয়ারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *