চাঁদপুরে বেকারত্ব দূরিকরণে বিটাকের প্রশিক্ষণ জরুরি

বাংলাদেশ ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড টেকনিক্যাল অ্যাসিসটেন্স সেন্টার তথা বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র। সংক্ষেপে বলা হয় বিটাক (বিটাক)। কর্মক্ষম যুবকদের বিনামূল্যে আবাসিক প্রশিক্ষণ ও বিভিন্ন শিল্প কারখানার জন্যে যন্ত্রাংশ প্রস্তুত করে তা সরবরাহের ক্ষেত্রে অভাবনীয় সাফল্যও রেখে যাচ্ছে এ বিভাগ। সর্বশেষ গত ১৭ আগস্ট চাঁদপুর বিটাকে দুটি প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে।

চাঁদপুরের এ প্রশিক্ষণ কেন্দ্রে আত্ম-কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন শীর্ষক প্রকল্পের আওতায় প্রথম ১০ বছর মেয়াদী প্রকল্পটি ২০২০-২০২১ অর্থবছরে শেষ হবার পর ২০২১-২২ অর্থবছরে পুনরায় দ্বিতীয় পেজ শুরু হয়। বিদ্যুৎ এবং ওয়েল্ডিং প্রশিক্ষণে ২৫ জন করে মোট ৫০ জন প্রশিক্ষণার্থী তিন মাস মেয়াদি কোর্সে অংশগ্রহণ করে বলে জানানো হয়।

বিগত ১০ বছরে চাঁদপুরে ৭৭টি ব্যাচ সম্পন্ন হয়। যার তেমন কোনো প্রচার প্রসারণা চাঁদপুরবাসী দেখতে পায়নি।

তাই আশা করবো সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে করোনা পরবর্তী বেকার যুবকদেরকে এ প্রশিক্ষণে উদ্বুদ্ধ করবে।
করোনা মহামারীর কারণে দীর্ঘদিন প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ থাকার পর দুটি কোর্সে ৫০ জন বেকার যুবক এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে পেরেছে।

কিন্তু প্রতিবছরই এখানে প্রশিক্ষণর্থীরা অংশ নেয়। বর্তমান ডিজিটাল প্রচারণার যুগে প্রতিষ্ঠানটির কোনো প্রচারণাই চাঁদপুরবাসী দেখতে পায় না। যা প্রতিষ্ঠানটির লক্ষ্য-উদ্দেশ্যের বিপরীত। আশা করি সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিবেন।

কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *