বৃষ্টি উপেক্ষা করে অসহায়দের মাঝে শীবস্ত্র বিতরণে জেলা প্রশাসক

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে চাঁদপুরে ভোর থেকেই টানা বৃষ্টিতে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়ে। একই সাথে শীতের তীব্রতা বেড়ে যায়। অসহায় মানুষদের কথা চিন্তা করে শীতবস্ত্র (কম্বল) নিয়ে পাশে দাঁড়িয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের নিয়ে তিনি লঞ্চঘাট, রেলওয়ে কোর্ট স্টেশন প্লাটফর্মে ২শতাধিক অসহায়, ছিন্নুমূল ও ভ্রাম্যমান মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
এ সময় সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ ও জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিম প্রধান মো. ওমর ফারুক।

জেলা প্রশাসক বলেন, ঘুর্ণিঝড়ের প্রভাবে চাঁদপুরে বৃষ্টি ও শীত বেড়েছে। এমন পরিস্থিতিতে অসহায় মানুষের চিন্তা করে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি। চলতি শীত মৌসুমে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, চাঁদপুর জেলার ৮ উপজেলার জন্য শীত মৌসুমে সরকারের পক্ষ থেকে ৩৮ হাজার ৮শ’ ৯০ পিস।

স্টাফ রিপোর্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *