ব্যুরো বাংলাদেশ চাঁদপুরবাসীর পাশে থাকবে :জেলা প্রশাসক

প্রধানমন্ত্রী ঘোষিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যুরো বাংলাদেশ চাঁদপুর সদর শাখার আয়োজনে প্রদত্ত প্রণোদনা ঋণ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। করোনাকালীন সময়ে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ১১ জনকে ৮ লাখ টাকার নগদ অর্থ প্রদান করা হয়।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ঋণ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

তিনি বলেন, ‘ব্যুরো বাংলাদেশের কার্যক্রমকে বিস্তৃত করতে এবং করোনাকালীন সময়ে তারা যে অসহায়দের পাশে আসে আছে তারই প্রমাণ আজকের এই অনুষ্ঠান। আশাকরি তারা ভালোভাবে ও সফলভাবে কাজ করবে এবং চাঁদপুরবাসীর পাশে থাকবে। তারা সরকারি নির্দেশনার ভিতর থেকে কাজ করবে এবার সরকারে বিধিবিধান সুষ্ঠভাবে মেনে চলবে। বিশেষ করে ঋন দানের ক্ষেত্রে যে নির্দেশনা রয়েছে তার প্রতিপালন করবে। ব্যুরো বাংলাদেশের কার্যক্রমের মাধ্যমে সাধারণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। ঋণ প্রদান অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্যুরো বাংলাদেশের চাঁদপুর সদর শাখার জোনাল ম্যানেজার মো. শাহাদত হোসেন।

অনুষ্ঠানের শুরুতে বুরো বাংলাদেশ চাঁদপুর সদর শাখার পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

স্টাফ রিপোর্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *