ভয়েজ টিভির আইপি অনুমোদন পাওয়ায় সেলিম খানকে ফুলেল শুভেচ্ছা

চাঁদপুর প্রেসক্লাবে, অনণ্যা নাট্য গোষ্ঠী ও দৈনিক চাঁদপুর বার্তা পরিবারের পক্ষ থেকে চাঁদপুরে প্রথম ভয়েজ টিভি এর আইপি টিভির অনুমোদন পাওয়ায় ভয়েজ টিভির স্বত্ত্বাধিকারী সেলিম খানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ ফুলেল শুভেচ্ছার আয়োজন করা হয়।
ফুলেল শুভেচ্ছা প্রদান পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, মির্জা জাকির, এএইচএম আহসান উল্লাহ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলম পলাশ, দৈনিক শপথ এর সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ, অনণ্যা নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক মৃনাল সরকার প্রমূখ।

ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে ভয়েজ টিভি এর স্বত্ত্বাধিকারী সেলিম খান ধন্যবাদ জানিয়ে বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে যে কাজ হয়েছে তা আমরা তুলে ধরবো। আমি আগে যেমন ছিলাম আপনাদের সাথে তার থেকেও বেশি থাকবো। আমি খেয়ে থাকলে চাঁদপুরের প্রতিটি সাংবাদিক খেয়ে থাকবে। কোন সাংবাদিক যদি অসুস্থ বা কোন সমস্যায় থাকে তাহলে আমাকে বলবেন তার জন্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো এবং পাশে থাকবো।

আলোচনা সভায় বক্তারা বলেন, সেলিম খান নিজেই একজন প্রতিষ্ঠান। সেলিম খান আমাদের জন্যে গর্ব। ভয়েজ টিভি আমাদের টেলিভিশন। শুধু বাংলাদেশ নয় বিদেশেও সেলিম খানের শাপলা মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছে। চাঁদপুর প্রেসক্লাবের ও চাঁদপুরের জন্যে একটি নিবেদিত প্রান হচ্ছেন সেলিম খান। পিছনে থেকে চাঁদপুরের প্রতিটি পত্রিকার জন্যে কাজ করে যাচ্ছেন। এই টিভির মাধ্যমে এপার ওপার বাংলার সম্পর্কে আরো দৃঢ় হবে। মানুষের সাথে না চললে মানুষকে বুঝা যায় না। তারে মধ্যে কোন অহংকার নেই। জনপ্রতিনিধি হিসেবে তিনি তারঁ এলাকাতেও সম্মানের সাথে কাজ করে যাচ্ছেন। তিনি তাঁর এলাকায় উন্নয়নের কাজ অব্যাহত রেখেছেন।

স্টাফ রিপোটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *