মতলবে দুই ফার্মেসীকে অর্থদণ্ড

মতলব প্রতিনিধি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে মেয়াদোত্তীর্ণ ওষধ বিক্রি ও লাইসেন্স ছাড়া পশুর ভিটামিন ওষধ বিক্রির অভিযোগে দুই ফার্মেসীকে ৯হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল রবিবার (১১ ডিসেম্বর) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আজ মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে দুটি ফার্মেসীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ হাজার টাকা এবং লাইসেন্স ব্যতীত পশুর ভিটামিন ওষুধ বিক্রির অভিযোগে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ এ একটি ফার্মেসীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ পরিদর্শক গাজী মোঃ খোরশেদ আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *