মতলব উত্তরে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ : পুড়িয়ে ধ্বংস

মতলব প্রতিনিধি চাঁদপুরে মতলব উত্তরের মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ চায়না চাঁই জাল ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার একলাশপুর এলাকার মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়। এ সময় ১২০টি চায়না চাঁই এবং ৪ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে কোস্ট গার্ড। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
নদীতে জব্দ করা মাছ ধরার অবৈধ এসব সামগ্রী পাশের মোহনপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে জব্দ করা চাঁই ও জাল মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরীফুল হাসানের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নদীতে এ অভিযান চালানো হয়।
ইউএনও গাজী শরীফুল হাসান জানান, আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই দুই মাস জাটকা সংরক্ষণ অভিযান চলবে। এ সময় নদীতে সবধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময় সব মাছধরার সামগ্রীর বিরুদ্ধে প্রশাসন, মৎস্য বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *