জাতীয় শোক দিবসে ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্র প্রদর্শনের নির্দেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের

 

জাতীয় শোক দিবসে ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্র প্রদর্শনের নির্দেশ

 

স্টাফ রিপোর্টার

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশের সকল জেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা পরিষদ অডিটরিয়ামে ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রটি বিনামূল্যে প্রদর্শনের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২১ জুলাই মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সাইফুল ইসলাম এ ব্যাপারে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালককে পত্র প্রদান করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও দেশের সকল জেলা প্রশাসককে এর অনুলিপি দেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পত্রে বলা হয়, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর হত্যা ও দাফন নিয়ে নির্মিত ‘আগস্ট ১৯৭৫’ নামক চলচ্চিত্রটি সারাদেশে

 

জেলা শিল্পকলা একাডেমি এবং উপজেলা পরিষদ অডিটরিয়াম সমুহে বিনামূল্যে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

শামীম আহমেদ রনীর চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা ও প্রযোজনা করেছেন মোঃ সেলিম খান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকাণ্ডের সেই রাত ও পরের দিন

বাংলাদেশের রাজনৈতিক পালাবদলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ভিত্তিতে নির্মিত হয়েছে আগস্ট ১৯৭৫ চলচ্চিত্রটি।

জাতীয় শোক দিবস ১৫ আগস্টকে কেন্দ্র করে গতবছর মুক্তি পায় সিনেমাটি। এর প্রযোজক ও পরিচালক মোঃ সেলিম খান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট। হত্যাকাণ্ডের সেই রাত ও পরের দিন বাংলাদেশের রাজনৈতিক পালাবদলে

ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ভিত্তিতে নির্মিত হয়েছে আগস্ট ১৯৭৫ চলচ্চিত্রটি।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সব তারকা শিল্পী। তাদের মধ্যে অন্যতম আনিসুর রহমান মিলন, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফজলুর রহমান বাবু,

তাসকিন রহমান, মাসুমা রহমান নাবিলা, দিলারা জামান, তৌকির আহমেদ, তানভিন সুইটি, খান আসিফুর রহমান আগুন, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, মুনিরা মিঠু, তুষার

খান, আরমান পারভেজ মুরাদ, প্রাণ রায়, ফারুক আহমেদ, আমান খান, নাবিলা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *