হাইমচরে বিভিন্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত

হাইমচর উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলার পরিষদ পুকুরসহ স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, মন্দির ও এতিমখানার পুকুরে পোনা অবমুক্ত করা হয়।

স্থানীয় মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী বেলা ১১টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বাবলম্বী করার জন্যই মূলত দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা বিতরণ করা হয়েছে। এসব মাছ চাষ করে তারা স্বাবলম্বী হতে পারবে। পরে অতিথিবৃন্দ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের কাছে পোনা মাছ হস্তান্তর করেন।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, চাঁদপুর সদর মৎস্য অফিসার সুদিপ ভট্টাচার্জ, হাইমচর থানা অফিসার ইনচার্জ মো.মাহবুবুর রহমান মোল্লা, কৃষি অফিসার দেবব্রত সরকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মিজানুর রহমান, মৎস্য অফিস সহকারি সজিব ও হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।

হাইমচর প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *