হাজীগঞ্জে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষ

বঙ্গোপসাগরে লঘু চাপের কারনে গত শুক্রবার দুপুর থেকে কখনো থেমে থেমে, কখনো গুড়ি গুড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টিপাতে হাজীগঞ্জবাসী বিপর্যস্ত হয়ে পড়ে। ঘর থেকে বের হতে পারেনি নিম্ন ও মধ্য আয়ের সাধারণ মানুষ। অতি প্রয়োজনে কিছু মানুষ ঘর থেকে বের হলে পড়তে হয় চরম দুর্ভোগে।

এ অবিরাম বৃষ্টিতে বিশেষকরে গ্রামের কাঁচা রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে পড়েছে। এতে করে চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামাঞ্চলের মানুষ। এতে করে অসুস্থ রোগি ও গর্ভবর্তী মাদের নিয়ে বিপাকে পড়তে দেখা যায় হাসপাতালের ছুটে আসা মানুষের।
জয়শরা গ্রামের রাসেদ বলেন, আমার ৬ মাসের বাচ্ছা খুব অসুস্থ ছিল। হাসপাতালে আসার সময় পথে কোন যানবাহন চলাচল করতে দেখিনি।

আহম্মেদিয়া হোটেলের মালিক শাহআলম বলেন, গত তিনদিন ধরে হোটেলে তেমন মানুষ আসতে পারেনি বৃষ্টির কারনে।
সংবাদপত্র বিক্রেতা হকার মনোয়ার জানান, বৃষ্টির কারনে বেশীভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ পেয়েছি। তাছাড়া মানুষের দেখা না পাওয়ায় গত তিনদিনে প্রায় ৬শ’ পত্রিকা বিক্রি হয়নি।

মানিক হোসেন নামের একজন অটোচালক জানান, আমি ভাড়ায় অটো চালাই।মালিককে প্রতিদিনের জমা দিতে হয় চারশ’ টাকা। কিন্তু গত তিন দিনের বৃষ্টির কারনে নিজের বেতন-তো দূরের কথা গাড়ির জমার টাকাই উঠাতে পারি নাই।

হাজীগঞ্জ প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *