কচুয়ায় মাসনিগাছা উবিকে টেকনিক্যাল বিদ্যালয়ে রূপান্তর করা হবে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা বিস্তারে ব্যাপক কাজ করে যাচ্ছেন। শিক্ষার মান উন্নয়নে আওয়ামী লীগ সরকার নিরলস ভাবে কাজ করছেন। কচুয়ার মাসনিগাছা উচ্চ বিদ্যালয়কে টেকনিক্যাল বিদ্যালয়ে রূপান্তর করা হবে।

তিনি গত বৃহস্পতিবার উপজেলার মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় এসব কথা বলেন।

বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মাহমুদুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উল্যাহ, বিদ্যালয়ের সাবেক সভাপতি তকদির হোসেন মজুমদার মিহির,আওয়ামী লীগ নেতা আবু সাঈদ মজুমদার,উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সোহাগ উদ্দীন প্রমুখ।

এদিকে একই দিনে উপজেলার জগতপুর উচ্চ বিদ্যালয়ে ৪তলা একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এমপি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন,আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ,রেজাউল মাওলা হেলাল মুন্সী,যুবলীগ নেতা আবুল বাসার নবু,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জি. ইব্রাহিম খলিল বাদল,সাবেক সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজ প্রমুখ।

কচুয়া প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *