মুক্তিযুদ্ধের সংগঠক এবি সিদ্দিক ছিলেন গণমানুষের নেতা: এমপি রুহুল

 

মতলব প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণের সাবেক সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের সংগঠক, ফ্লাঃ লেঃ এবি সিদ্দিকের ১০ম মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে ফ্লাঃ লেঃ এবি সিদ্দিকের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

অনুষ্ঠিত হয়।

 

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও এবি সিদ্দিক ফাউন্ডেশনের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদের সভাপতিত্বে উপজেলা

পরিষদ মিলনায়তনে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সংগঠক ফ্লাঃ লেঃ এবি সিদ্দিক ছিলেন গণমানুষের নেতা। একজন সৎ মানুষ হিসেবে সকলের কাছে প্রিয় ছিলেন তিনি। এই

মহান নেতার কাছে আমরা রাজনীতি শিখেছি। তিনি বাংলাদেশের সংবিধানের অন্যতম স্বাক্ষরকারী। আসুন আমরা সবাই মিলে এই র্নিলোভ পরোপকারী

এবি সিদ্দিক সাহেবের মতাদর্শকে লালন করি এবং সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ

কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, সহকারী কমিশনার

 

 

 

(ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মোঃ

ইয়াকুব আলী।

আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, মতলব

দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, সাপ্তাহিক মতলবের

জনপদের সম্পাদক ও প্রকাশক শ্যামল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ফ্লাঃ লেঃ এবি সিদ্দিকের জ্যৈষ্ঠ সন্তান জাবেদ সিদ্দিকী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাদল নন্দী।

 

অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন এবিসিদ্দিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন ও কচিকাঁচা প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক

ফারুক আহমেদ বাদল।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আওয়ামী লীগ নেতা ওয়াহিদুজ্জামন মৃধা ও গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিভূতি ভূষণ মজুমদার।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা মোর্শেদুল আলম সিরাজী। সভায় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,

সাংবাদিকসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *