হাজীগঞ্জে শিশু বৃদ্ধসহ ৩ জনের পানিতে ডুবে মৃত্যু

হাজীগঞ্জে পানিতে ডুবে ২ শিশু ও এক বৃদ্ধাসহ ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়ন ৯ নং ওর্য়াড মোল্লাডহর গ্রামের ছৈয়াল বাড়ীর মৃত আনোয়ার মিয়ার স্ত্রী শিরিন বেগম (৫৫) দুপুরে পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।

নিহত শিরিন বেগমের বড় ছেলের স্ত্রী মেহের বেগম জানান, আমার শ্বাশুড়ী দুপুরে রান্না শেষে পুকুরে গোসল করতে যায়, ফিরতে দেরী হওয়ায় অনেক খুঁজাখুঁজি পর এক পর্যায় পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়। পরিবারের লোকজন বলেছেন তার মৃগী রোগ ছিল।

এদিকে গত বুধবার হাজীগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামের ছৈয়াল বাড়ির মনোয়ার হোসেনের ছোট মেয়ে খাদিজা আক্তার নামের আড়াই বছরের শিশু পানিতে পড়ে মৃত্যুবরণ করে।

একই দিন দুপরে কাপাইকাপ গ্রামে খালার বাড়ীতে বেড়াতে এসে আনোয়ার হোসেনের ২ বছর বয়সি মেয়ে মাইশা বাড়ির পুকুরের পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে।

মৃতদেহগুলো উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্ব্যাস্থ কমপ্লেস্ক নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষনা করে। লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে গেলে পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমেদ তানভির হাসান বলেন, শিশু দুইটিকে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, নিহত শিশু ও বৃদ্ধার পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাজীগঞ্জ প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *