রেমিট্যান্স বাড়াতে প্রবাসীদের কল্যাণে কাজ করতে হবে

কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল দেশে রেমিটেন্স কমে আসছে বলে পত্রিকার নিউজ সূত্রে জানা যায়। দেশে প্রবাসী আয় ক্রমেই নিম্নগামী। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ডলার। আগস্টে ২০৩ কোটি ডলার। পঞ্চম মাসে এসে আয় কমেছে রকেট গতিতে। এরপর নিয়মিত কমতে থাকে।

সেপ্টেম্বরে রেমিট্যান্স কমে যায় এক ধাক্কায় ৫০ কোটি ডলার। আগের মাসে আসা ২০৩ কোটি ডলারের তুলনায় সেপ্টেম্বরে আসে ১৫৩ কোটি ডলার। এভাবে প্রতি মাসে রেমিট্যান্স কমছে।

সার্বিকভাবে রেমিট্যান্স কম আসার কারণ নিয়ে নানা মত দেয়া হয়েছে। মহামারী, যুদ্ধ পরিস্থিতি ইত্যাদি নানা ব্যাখ্যা দেয়া হয়েছে। অথচ প্রবাসীদের কল্যাণ এবং নির্ভিঘ্নে টাকা পাঠানোর রাস্তা আরও সংকীর্ণ হয়ে আসছে বলে জানা যা। আমরা মনেকরি প্রবাসীদের কল্যাণে কাজ করলে অবশ্যই প্রবাসী আয় বাড়বে। দেশের অর্থনীতিতে রেমিটেন্স আরও সক্রিয় হবে বলে মনেকরচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *