চাঁদপুর মোলহেডে দৃষ্টিনন্দন পার্ক নির্মাণ করবে রেলওয়ে

চাঁদপুর মোলহেডে দৃষ্টিনন্দন পার্ক নির্মাণ করবে রেলওয়ে

স্টাফ রিপোর্টার

 

চাঁদপুর তিন নদীর মোহনা জেলা ও দেশের ভ্রমন পিপাসু লোকদেরকাছে খুবই জনপ্রিয় স্থান। আর এ স্থানটিকে আরো আকর্ষণীয় করার জন্য দৃষ্টিনন্দন পার্ক নির্মাণ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে বিভাগ। খুব শীগগিরই এই পার্ক নির্মাণের কাজ শুরু হবে জানানো হয়। তার জন্য রেলওয়ে সংশ্লিষ্ট বিভাগ নির্মাণ কাজের প্রক্রিয়া সম্পন্ন করছেন।

তবে এই স্থানে ইতিপূর্বে যে বঙ্গবন্ধু পার্ক পর্যটন কেন্দ্র স্থাপন করা হয়েছে সেই সম্পর্কে তিনি কোন মন্তব্য করেননি। তবে এটিকেই আধুনিকায়ন করা

হবে কি তা জানা যায়নি। বর্তমানে মোলহেডে অবস্থিত বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রটি চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের উদ্যোগে স্থাপন

করা হয়েছে বলে যানাযায়। পর্যটন কেন্দ্রটিকে সরকারিভাবেই অনুমোদন দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

এদিকে মোলহেডে প্রতিদিন চাঁদপুর ও জেলার বাইরে থেকে শত শত মানুষ পরিদর্শনে আসেন। কিছু বসার স্থান ছাড়া এখানে উল্লেখযোগ্য তেমন কিছু

নেই। তবে শিশুদের বিনোদনের জন্য চরকা ও নৌকো জাতীয় খেলনা স্থাপন করায় প্রতিদিন বিকেলে শিশুদের কলকাকলিতে মুখর হয়ে উঠে এই পর্যটন এলাকাটি। এই স্থানটি আমাদের মহান স্বাধীনতার স্মৃতি বিজরিত একটি স্থান হওয়ায় এখানে একটি দৃষ্টিনন্দন ভাস্কর্য রক্তধারা স্থাপন করা হয়েছে। এছাড়া রয়েছে একটি ইলিশের ভাস্কর্য। প্রতিদিন অসংখ্য মানুষ এই স্থানটি দেখতে ভীড় করেন।

তবে মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে চাঁদপুর স্টেশনের শেষ প্রান্ত মোলহেড এলাকা পরিদর্শন করেন রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক মো.

 

জাহাঙ্গীর আলমসহ বিভাগীয় উর্ধ্বতন কর্তৃপক্ষ। এ সময় চাঁদপুর-লাকসামের দায়িত্বে থাকা কানুনগো (লাকসাম) মো. কাউছার হামিদও উপস্থিত ছিলেন।
তিনি সাংবাদিকদেরকে জানান, মোলহেডে আধুনিক, দৃষ্টি নন্দন ও ভ্রমনে আসা লোকদের জন্য আকর্ষণীয় একটি পার্ক নির্মাণ করা হবে। এতে

রেলওয়ের প্রায় কোটি টাকা নির্মাণ ব্যয় হবে। নির্মাণ পরিকল্পনায় ভ্রমনে আসা লোকদের জন্য নিরাপত্তাসহ থাকা-খাওয়ার ব্যবস্থা, বাণিজ্যিকভাবে ২৪টি

 

ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করা হবে। পার্ক নির্মাণের জন্য একটি মাষ্টার প্লান তৈরী শেষে অনুমোদনের জন্য রেলওয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। এটি অনুমোদন হলে টেন্ডার আহবান করে ঠিকাদারের মাধ্যমে পার্ক নির্মাণ কাজ বাস্তবায়ন হবে।

তিনি বলেন, ২৪টি ব্যবসা প্রতিষ্ঠান সিডিউল বিক্রির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়ায় মাধ্যমে আগ্রহী ব্যবসায়ীদেরকে দেয়া হবে। তারা পরবর্তীতে নিজস্ব অর্থয়ানে ও রেলওয়ের বিধি মোতাবেক ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করবেন।
তিনি আরো জানান, পূর্বে মোলহেডে চাঁদপুর পৌরসভা ও জেলা প্রশাসন যৌথভাবে পার্ক নির্মাণসহ পর্যটন কেন্দ্র করার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু রেলের নিয়মানুসারে রেলের সম্পত্তিতে রেলওয়ের নিজস্ব অর্থয়ানে এবং তত্ত্বাবধানে পার্ক নির্মাণ করবে। আর এজন্য চাঁদপুর পৌরসভা ও জেলা প্রশাসন এবং চাঁদপুরে সব শ্রেণী পেশার লোকজনের সার্বিক সহযোগিতা থাকবে। এছাড়া এই পার্কটি নির্মাণ হলে কোন ধরণের অর্থ ব্যয় অর্থাৎ প্রবেশ টিকিট থাকবে না। সবার জন্য এটি উন্মুক্ত পার্ক হিসেব বিনোদনের জন্য থাকবে। পার্ক নির্মাণ শেষে এটি উদ্বোধন করবেন চাঁদপুর-৩ আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *