লকডাউন না মানায় হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

লকডাউন না মানায় হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
লকডাউন না মানায় হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

চাঁদপুর সময় রিপোট-হাজীগঞ্জে লকডাউন না মানায় ৫ মামলা নগদ ৪ হাজার ১’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। শনিবার দুপুরে জনসচেতনতার লক্ষে হাজীগঞ্জ বাজার ও উপজেলা বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লকডাউন না মানায় ৫জন ব্যবসায়ীকে এই জরিমানা করেন তিনি।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের নির্দেশনা মোতাবেক এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ বাজার ও রামচন্দ্রপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এ সময় তিনি লকডাউনের বিধি-নিষেধ মানায় ৫টি মামলায় ৫ জনকে নগদ ৪ হাজার ১শত টাকা জরিমানা করেন।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। তিনি বলেন, সরকারের নির্দেশনা মেনে চলুন। নিজে সুস্থ থাকুন এবং অপরকেও সুস্থ থাকতে সহযোগিতা করুন।

এ সময় পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকারা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *