দীর্ঘদিন লিভার সমস্যায় ভুগছেন কবির

চাঁদপুর শহরের এক সময়ের তুখুড় ছাত্রনেতা আলীম আল রাজী কবির (৫২) দীর্ঘদিন লিভার সমস্যায় ভুগছেন। এই চরম দুঃসময়ে তিনি পরিবারের অন্যান্য সদস্যদের থেকে অনেকটা বিচ্ছিন্ন রয়েছেন। দুঃসময়ে তিনি চরম একাকিত্ব নিয়ে শহরের সোনালী সিঁড়ি এলাকার ১টি ভবনের ৬ তলার চিলেকোঠায় ভাড়া নিয়ে কোনমতে দিনাতিপাত করছেন বলে জানাগেছে।

আলীম আল রাজী কবির চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ২ বারের নির্বাচিত চেয়ারম্যান, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মরহুম আব্দুল কাদির মাষ্টারের জ্যেষ্ঠ সন্তান । পিতার আদর্শে উজ্জ্বীবিত হয়ে রাজনীতিতে আসেন আলীম আল রাজী কবির। প্রথমে চাঁদপুর জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি এবং পরবর্তীতে বিএনপির কর্মী হয়ে দীর্ঘদিন রাজনীতির মাঠে ছিলেন। রাজনৈতিক অঙ্গণে ধাপিয়ে বেড়ানো সেই কবিরের এখন দিন কাটছে অযত্ন, অবহেলা, একাকিত্ব আর ঔষুধ সেবনের মধ্য দিয়ে।

আলীম আল রাজী কবির জানান, লিভার সমস্যাসহ জটিল নানা রোগে আক্রান্ত হয়ে বাসা থেকে বের হতে পারছিনা। করোনা এবং শারীরিক অসুস্থ্যতার জন্য রাজনীতির সকল কর্মকান্ড থেকেও সম্পূর্ণ বিরত। আর্থিক সংকটে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কিংবা বিদেশ যেতে বিলম্ব হচ্ছে। এ ব্যাপারে জেলা প্রশাসকসহ সুধীমহলের সুদৃষ্টি কামনা করছি।

আলীম আল রাজী কবির আরও জানান, করোনার এই দুঃসময়ে শিক্ষামন্ত্রী ও স্থানীয় এমপি ডা. দীপু মনি আপা আমার শারীরিক খোঁজ-খবর নিয়েছেন। আজ ২৫ আগস্ট আমার জন্মদিন। এ উপলক্ষে ও আমার সুস্থ্যতা কামনায়শহরের বিভিন্ন মসজিদে আমার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।

স্টাফ রিপোর্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *