শহরে লাইসেন্স বিহীন ইজিবাইক থাকবে না: মেয়র

চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল জানিয়েছেন, চাঁদপুর শহরে যানজট নিরসনে পৌরসভা থেকে নতুন করে লাইসেন্স দেওয়া হচ্ছে না। এখন শহরে ২৬২৭টি লাইসেন্সধারী ইজিবাইক রয়েছে। এর বাহিরে লাইসেন্স বিহীন কোন গাড়ি থাকবে না। তিনি রোববার জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, পুরাতন শহর হওয়ার কারণে নতুন বিকল্প রাস্তা তৈরি করা ছাড়া উপায় নেই। তাই বিদেশি অর্থায়নের প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা রাখি, নতুন রাস্তা নির্মাণ কাজের জন্য আগামী বছরের জুনের মধ্যে শহরের বিকল্প প্রকল্প অন্তর্ভুক্ত হতে পারব এর জন্য ২০০ কোটি টাকা প্রকল্প ব্যয় ধরা হয়েছে।

স্টাফ রিপোটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *