শাহরাস্তিতে কৃষিজমির মাটি উত্তোলনে জরিমানা

শাহরাস্তি প্রতিনিধি চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের অপরাধে ১জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
৩১ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপণনের উদ্দেশ্যে কৃষি জমি হতে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে ১ মাটি বিক্রেতাকে এ অর্থ দন্ড প্রদান করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন শাহরাস্তি থানার উপ-পরিদর্শক এসআই সৈকত দাস গুপ্ত, সঙ্গীয় ফোর্স ও উপজেলা ভূমি অফিসের সদস্যবৃন্দ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায় কৃষি জমি হতে অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন বন্ধ করুন কৃষি ও ফসলি জমি রক্ষা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *