শিক্ষক নিপীড়নের এই ঘটনাগুলো পরিকল্পিত : শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক করে গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছি: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার

আগেও যেভাবে শিক্ষকরা নিগৃহীত-নির্যাতিত হতেন আজও শিক্ষকরা নিগৃহীত-নির্যাতিত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিধির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে ঘাতক দালাল নির্মূল কমিটি সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধীরা জাতিকে মেধাশূন্য করতে শিক্ষকদের খুঁজে খুঁজে বের করে হত্যা করেছে। তারই ধারাবাহিকতায় আজও শিক্ষকরা ও মুক্তবুদ্ধির চর্চাকারীরা মৌলবাদীদের হাতে নিগৃহীত ও নিপীড়িত হচ্ছেন। শিক্ষক নিপীড়নের এই ঘটনাগুলো পরিকল্পিত। ’

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া শিক্ষকদের ওপরে হামলা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘কিছু মানুষ আছে যারা ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য এই হামলা করছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের মনোজগতে পরিবর্তন আনতে হবে। বিশেষ করে যারা আইন প্রয়োগ করেন। নতুন শিক্ষাক্রমে আমরা শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তোলার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি। ’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক জাফর ইকবাল, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ব্রিটিশ মানবাধিকার নেতা কলামিস্ট জুলিয়ান ফ্রান্সিস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *