‘জন্মভূমি’ গানের এলবামের মোড়ক উন্মোচন করলেন শিক্ষামন্ত্রী

 

‘জন্মভূমি’ গানের এলবামের মোড়ক উন্মোচন করলেন শিক্ষামন্ত্রী

 

ঢাকা অফিস

 

মোড়ক উন্মোচন হলো স্বপ্নধারা নিবেদিত ৭টি গানের ‘জন্মভূমি’ এলবাম। ২৫ জুলাই ২০২২ সোমবার, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই এলবামের মোড়ক উন্মোচন করেন।

মইনুদ্দিন লিটন ভূঁইয়া’র কথা ও সুরে এবং জিয়াউল আহসান টিটো’র প্র্যােজনায় ‘জন্মভূমি’ এলবামের জন্য গানগুলো গেয়েছেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী ও

শুভমিতা ব্যানার্জী এবং বাংলাদেশের সংগীতশিল্পী রাজিব, কিশোর, মুহিন ও লিজা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার ও সুরকার মইনুদ্দিন লিটন ভূঁইয়া, প্রযোজক

জিয়াউল আহসান টিটো, আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর জেলার সভাপতি এড. জাফর ইকবাল মুন্না।

স্বপ্নধারা’র ‘জন্মভূমি’ এলবামে জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গমাতা, মুক্তিযোদ্ধা শেখ কামাল, মুক্তিযোদ্ধা শেখ জামাল, শিশু শেখ রাসেল, জননেত্রী শেখ হাসিনা, প্রকৃত ও দেশাত্নবোধক

 

 

গান রয়েছে। জিয়াউল আহসান টিটো’র ধারা বর্ননায় এ এলবামে সাতটি গান প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *