চাঁদপুরে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

চাঁদপুরে ৩ বিদ্যালয় ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ ও ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। শনিবার সকাল ১০ টায় শহরের লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন। পরে সকাল সাড়ে ১১ টায় চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের চতুর্থতলা বিশিষ্ট ভবনের ১ম তলার ভিত্তি কাজের উদ্বোধন শেষে দুপুর ১২টায় ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

এ সময় তিনি বলেন, ‘আমাদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয়, সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। করোনা পরিস্থিতির জন্য সবাইকে সচেতন হতে হবে, সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে, সবাইকে মুখে মাস্ক পড়তে হবে।,
তিনি বলেন, ‘আমাদেরকে অপশক্তিকে রোধ করতে হবে, অপশক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। জাতির পিতাসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে সবাইকে চলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রিতি নষ্ট করার জন্য একটি চক্র সক্রিয় রয়েছে। স্বাধীনতা বিরোধী চক্র এখনো নিরবে কাজ করছে। সুখি সমৃদ্ধ সোনার বাংলা বির্নিমানে সকলকে সহযোগীতা করতে হবে।’

এসময় চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম বার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাব উদ্দিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফাহিম ইকবাল, সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান সিহাব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান কাশেম খান, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ মোরশেদা ইয়াছমিন, চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক, ইব্রাহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা আক্তার, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর আয়শা রহমান, ইউনুস সোহেবসহ রাজনৈতিক, সামাজিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৮৫ লক্ষ টাকা ব্যয়ে লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ ও চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের চতুর্থতলা বিশিষ্ট ভবনের ১ম তলার ভিত্তি প্রস্তর কাজের বাস্তবায়ন করে চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

স্টাফ রিপোর্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *