সকল শিক্ষার্থীকে কারিগরি শিক্ষা গ্রহণ করা অপরিহার্য

‘একটাই লক্ষ্য-হতে হবে দক্ষ’ এ স্লোগানকে লালন করে চাঁদপুরের কচুয়ায় অবস্থিত কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ২০২২ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ-৯ম শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করছে। যুগোপযোগী শিক্ষার প্রয়োজন রয়েছে। সেই লক্ষেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সকল শিক্ষার্থীকে কারিগরি শিক্ষা গ্রহণ করা অপরিহার্য।
ইউএনও মোতাছিম বিল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল, ইউপি চেয়ারম্যান নূরেই আলম রিহাত ও ছাত্রলীগ নেতা মেহেদী হাসান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ মো. আবুল কালাম আজাদ।

কচুয়া প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *