শিক্ষার্থীদের দেশের ইতিহাস ঐতিহ্যে লালন করতে হবে: মেয়র

চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান এসোসিয়েশনের আয়োজনে অনলাইন ভিত্তিক নিউট্রন স্টারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে বিদ্যালয়ের মিলনায়তনে পুরস্কার বিতেরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।

তিনি তার বক্তব্যে বলেন, বিজ্ঞান এসোসিয়েশনের আয়োজনটি চাঁদপুরসহ সারাদেশের ভাবমূর্তি আরো বাড়িয়ে তুলেছে। আপনাদের মাধ্যমেই দেশ এগিয়ে যাচ্ছে। আমরা আপনাদের পাশে সব সময় রয়েছি। দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে থেকে শিক্ষার্থীদের ধারণ করতে হবে। আপনারা আগামী দিনের ভবিষ্যৎ, আপনাদের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কারনে আমরা কিন্তু অনেক সুফল পাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানের যে ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার, তা শিক্ষামন্ত্রীর মাধ্যমে করে দেওয়ার চেষ্টা করবো। এছাড়া চাঁদপুর পৌরসভার পক্ষ থেকেও সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানায় বিজ্ঞান ক্লাবের সদস্যরা। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এসএসসি পরীক্ষার্থী ও এসোসিয়েশনের সভাপতি মুসফিকা হোসাইন আন্নিকা ও সাধারণ সম্পাদক তাসফিয়া তাসনিম তিশানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিহার কান্তি চক্রবর্তী, আসাদ উল্লাহ, সরকার মো. সেলিম, বিজ্ঞান এসোসিয়েশনের সদস্য সাহিরা নাছির, রুমাইয়া মম, রিধি, মাক্কিয়া মতিন, সুমাইয়া সেলিম রুপা প্রমুখ।

স্টাফ রিপোর্টার ,২১ আগস্ট, ২০২১;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *