শিক্ষিত তরুণরাই বেকারত্ব নামক মহামারীর শিকার

কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল

করোনার প্রভাবে বিশ্বের ছোট, বড় এবং মাঝারি সব ধরনের শিল্পই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষত সারিয়ে নিতে অনেককেই কর্মী ছাঁটাইয়ের মতো সিদ্ধান্ত নিতে হয়েছে। ফলে পৃথিবীর সামনে এক বিশাল বেকারত্ব নামক মহামারী সমস্যা অপেক্ষা করছে। বেকারত্বের কারণে সৃষ্ট সমস্যা সামাল দেওয়া তাৎক্ষণিকভাবে সম্ভব নয়। কারণ বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, যা বছরের পর বছর চেষ্টার ফল। বিভিন্ন জরিপে উঠে এসেছে, করোনার সময়ে বিশ্বের অর্ধেক তরুণ-তরুণী উদ্বেগ ও হতাশায় আক্রান্ত। করোনা পরিস্থিতিতে অনেকেই ভুগছেন মানসিক সমস্যায়। অনেকে চাকরি হারিয়েছেন অথবা ব্যবসা বন্ধ হয়ে গেছে। শিক্ষিত তরুণদের বিশাল একটা অংশ বেকারত্বের কারণে হতাশাগ্রস্ত। সদ্য লেখাপড়া শেষ করা নাগরিকদের মাঝে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে খুব অল্প সময়ের মধ্যেই আমাদের শিক্ষিত তরুণ-তরুণীরা বেকারত্ব নামক মহামারীর শিকার হচ্ছে। বেকারত্ব একটি সামাজিক ব্যাধি অথবা সংকট। বাংলাদেশে বেকার সমস্যা একক কোনো সমস্যা নয়, বরং বহুবিধ সমস্যার জনক। এ সমস্যা ব্যক্তি ও পারিবারিক জীবন থেকে শুরু করে জাতীয় জীবনেও নেতিবাচক প্রভাব ফেলছে। এ সমস্যা সমাধানে সরকারি সদিচ্ছা জরুরি। বিপুল কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষিত ও পরিশ্রমী জনগোষ্ঠীকে বিভিন্ন ধরনের কাজে উৎসাহী করে তুলতে পারলেই বেকারত্বের বিশাল বোঝা কিছুটা হলেও লাঘব হবে। মহামারীতে মধ্য আয়ের দেশগুলোর তরুণরা সবচেয়ে বেশি বেকার হয়েছেন। বেকারত্ব ঘোচাতে অবৈধ পথে বিদেশে পাড়ি জমানোর চেষ্টাও করছেন অনেকে। অবৈধ পথে যাওয়ার কারণে মৃত্যুর পাশাপাশি গ্রেপ্তারও হতে হচ্ছে তাদের। সম্প্রতি ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে যাওয়ার সময় প্রচণ্ড ঠাণ্ডায় সাত বাংলাদেশির মৃত্যু হয়।
আমাদের দেশে দক্ষ জনশক্তির অভাব থাকলেও কর্মক্ষম বিপুল জনগোষ্ঠী রয়েছে। এদের বেশিরভাগই তরুণ। বলা যায়, তারুণ্যে ভরপুর একটি দেশ। বিশ্লেষকরা মনে করছেন, তরুণ জনগোষ্ঠীর এ সুবিধা যদি কাজে লাগানো যায়, তবে বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক উন্নতি সাধন করবে। এই জনগোষ্ঠীকে বোঝায় পরিণত না করে কাজে লাগানোর সব ধরনের ব্যবস্থা দ্রুত গ্রহণ করতে হবে। বিশ্বের কোনো দেশই বেকারত্ব থেকে মুক্ত নয়। উন্নত বিশ্বেও বেকারত্ব রয়েছে। তবে তাদের বেকারত্ব আর আমাদের দেশের মতো উন্নয়নকামী দেশের বেকারত্বের ধরন এক নয়। অর্থনীতিতে করোনার প্রভাব মোকাবিলার বিষয়টি নিয়ে তাই এখনই ভাবতে হবে। ভাবতে হবে করোনা-পরবর্তী অর্থনীতি পুনর্গঠন নিয়েও। দ্রুত অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বেকারত্বের সমস্যা দক্ষতার সঙ্গে সামাল দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *