শেখ হাসিনার জন্মদিনে হাসুমণি’র ‘নৌকা ভরা স্বপ্ন’ র‌্যালী

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ‘নৌকা ভরা স্বপ্ন’ শীর্ষক নৌ-র‌্যালির আয়োজন করে হাসুমণি’র পাঠশালা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা খেয়াঘাটে আজ বুধবার বিকেল ৪টায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ৭৭টি নৌকায় শিল্পীদের আঁকা ৭৬টি ছবি এবং সাজানো নৌকায় মাঝিরা বসে ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে এদেশের বিশ্বাসঘাতকরা বাঁচতে দেইনি। তিনি বেঁচে থাকলে এই দেশ বিশ্বের শক্তিশালী দেশে পরিণত হতো। আজ তারই কন্যা যার ধমনিতে বইছে বঙ্গবন্ধুর রক্ত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সত্যিকার অর্থেই এগিয়ে চলছি দূর্বার গতিতে।’

advertisement 3
তিনি বলেন, ‘আজ আমরা সারা বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছি। যে আমেরিকার ফরেন মিনিস্টার হেনরি কিসিঞ্জার আমাদেরকে বটম লেস বাস্কেট বলেছিল, সেই দেশের প্রেসিডেন্ট বারাক ওবামা আফ্রিকায় গিয়ে বলেছেন, যদি উন্নত হতে চাও তবে বাংলাদেশকে ফলো করো। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশকে সম্ভাবনার বাংলাদেশ হিসেবে গঠন করতে পেরেছে।’

advertisement 4
শেখ হাসিনার জন্মদিনে এমন আয়োজন দেখে স্বরাষ্ট্রমন্ত্রী মারুফা আক্তার পপি’র উদ্দেশ্যে বলেন, ‘প্রধানমন্ত্রী সবসময়ই নারী উন্নয়ন এবং নারী প্রগতির কথা বলেন। এই অনুষ্ঠানে লাল সবুজের পোশাকে মেয়েদের উপস্থিতি সেই প্রগতির অংশ। আর নৌকা হচ্ছে আমাদের স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক এবং আমাদের সিম্বলও নৌকা।’

বিশেষ অতিথি হিসেবে এ আয়োজনে বক্তব্য দেন সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাস কুমার ঘোষ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি শাহীন আহমেদ এবং সাধারণ সম্পাদক ম.ই. মামুন।

হাসুমণি’র পাঠশালার প্রতিষ্ঠাতা মারুফা আক্তার পপি’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু এবং স্মারক বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ হালিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে হাসুমণি’র পাঠশালার উদ্যোগে উপস্থিত নারী পুরুষসহ সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *