প্রধানমন্ত্রীর জন্মদিনে চাঁদপুর জেলা শিল্পকলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জেলা শিল্পকলার আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।অনুষ্ঠানে ছোট ছোট সোনামনিরা গান, নাচ, কবিতা আবৃত্তি এবং গীতিকাব্যের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার জীবন বৃত্তান্ত ফুটিয়ে তুললো।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ও প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলাএকাডমীর সভাপতি অঞ্জনা খান মজলিশ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকে এখানে আমরা একসাথে একত্রিত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে। অনুষ্ঠানে ছোট ছোট সোনামনিরা গান, নাচ, কবিতা আবৃত্তি এবং গীতিকাব্যের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার জীবন বৃত্তান্ত ফুটিয়ে তুললো। সেখানে কিভাবে আমাদের প্রধানমন্ত্রী জন্ম নেওয়ার পর আস্তে আস্তে বড় হয়েছেন, কিভাবে উচ্চ শিক্ষা লাভ করেছেন, কিভাবে রাজনীতিতে এসেছেন, কিভাবে সংগ্রাম করেছেন, ১/১১ কেমন কষ্ট পেয়েছেন, কিভাবে প্রধানমন্ত্রী হয়েছেন এবং বাংলাদেশকে আজকে কোথায় নিয়ে গেছেন । এই জিনিসগুলোই সকল শিশুদেরকে জানাতে হবে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সাংবাদিক এম আর ইসলাম বাবু।

সংক্ষিপ্ত আলোচনা সভা ও জন্মদিন উপলক্ষে কেক কাটা শেষে শিশু একাডেমির আয়োজনে ‘শেখ হাসিনা বিশ্বজয়ী নন্দিত নেতা’ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

স্টাফ রিপোর্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *