চাঁদপুর সদর উপজেলা জাতীয় পাটির দ্বি-বার্ষিক সম্মেলন

জাতীয় পাটি চাঁদপুর সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সন্মেলন কাল ১৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় শহরের চেয়ারম্যান ঘাটস্থ পালকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।জেলা জাতীয় পার্টির ১৫টি ইউনিটের মধ্যে গুরুত্বপূর্ণ ইউনিট হওয়া সত্তে¡ও দীর্ঘ ৭ বছর পরসদর উপজেলা জাতীয় পাটির সম্মেলন হতে যাচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পাটির আহবায়ক আলহাজ মোঃ এমরান হোসেন মিয়া। সম্মেলনে উদ্বোধন করবেন জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও সাধারণ এবং জেলা জাতীয় পাটির যুগ্ম-আহবায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর, জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কালাম আজাদ টুলু, জেলা জাতীয় পাটির যুগ্ম-আহবায়ক বোরহান উদ্দিন মোল্লা, জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুক শেঠ, চাঁদপুর পৌর জাতীয় পাটির আহবায়ক শাহআলম মিজি, জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়াউর রহমান বিপুল, জেলা শ্রমিক পাটির আলহাজ্ব মোঃ নান্নু ভুইয়া, পৌর জাতীয় পাটির সদস্য সচিব ফেরদৌস খান, জাতীয় যুব সংহতি চাঁদপুর জেলা শাখার আহবায়ক গোলামুন্নবী লিটন, পল্লীবন্ধু পরিষদ চাঁদপুর জেলা শাখার আহবায়ক ইব্রাহিম দেওয়ান স্বপন, জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, জেলা জাতীয় কৃষক পাটির সভাপতি মমতাজ উদ্দিন মন্টু গাজী, জেলা ছাত্র সমাজের আহবায়ক মোঃ শরীফ হোসেন পাটোয়ারী, জাতীয় মৎস্যজীবি পাটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, জাতীয় মহিলা পাটির যুগ্ম-আহবায়ক পারুল বেগম, জেলা শ্রমিক পাটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শান্ত, জেলা ছাত্র সমাজের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ। সম্মেলনে সভাপতিত্ব করবেন সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মাওলানা জাকির হোসেন হিরু।

উল্লেখ্য দীর্ঘ ৭ বছর পর চাঁদপুর সদর উপজেলা জাতীয় পাটির সম্মলন দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে উপজেলা জাতীয় পাটির ১৪টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতামতের ভিত্তিতে উপজেলা জাতীয় পাটির আগামীর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে বলে জানায়।

স্টাফ রিপোর্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *