বাবুরহাটে সরকারি সম্পত্তির অবকাঠামো অপসারণে প্রশাসনের নির্দেশ

চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী বাবুরহাট বাজারে সরকারি সম্পত্তিতে বিনা অনুমতিতে অবৈধভাবে অবকাঠামো নির্মাণ করায় অবকাঠামো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ নির্দেশ দেওয়া হয়।
জানা যায়, অবৈধভাবে অবকাঠামো নির্মাণ করায় বাবুরহাট বাজারে ৮২ জনকে তাদের অবকাঠামোসহ মালামাল সরিয়ে নেওয়ার নিদের্শ দেওয়া হয়েছে।

গত ৩ অক্টোবর অতিরিক্ত জেলা প্রশাষক (রেভিনিউ) সাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয় ০২/২০২০-২০২১ (সঃ কঃ ভুঃ চাঁদপুর সদর) নং উচ্ছেদ মামলার নথিভুক্ত ভুমিতে কতৃপক্ষের বিনা অনুমতিতে অবৈধভাবে অবকাঠামো নির্মাণ করায় স্থানীয় সরকার কর্তৃপক্ষের ভূমি ও ভূমি ভবন (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ ১৯৭০(১৯৭০ সনের ঢঢঢওঠ নং অধ্যাদেশ) এর পরিপন্থী।


স্টাফ রিপোর্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *