সাহিত্যের মাধ্যমে সমাজকে জন্জালমুক্ত করে নতুন প্রজন্মকে পথ দেখাতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি বলেছেন,‘সাহিত্য জীবনের দর্পণ,মানুষের মাঝে সাহিত জাগ্রত করতে হবে। মানুষের মাঝে সাহিত্যবোধ জাগ্রত করতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ’

১১ ফেব্রুয়ারি শনিবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে সকালে দু দিনব্যাপি জেলা সাহিত্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের অনেক মানুষ সাহিত্য চর্চার সাথে যুক্ত আছেন । তারা নিরবে নিভৃতে সাহিত্যচর্চা চালিয়ে যাচ্ছেন। তাদের জাতীয় পর্যায়ে তৈরি ও যুক্ত করতে আজকের সাহিত্য মেলা সহায়ক হিসেবে কাজ করবে। সাহিত্যের মাধ্যমে সমাজকে জন্জালমুক্ত করে নতুন প্রজন্মকে তাদের পথ দেখাতে হবে। ’

তিনি বলেন, ‘বাংলাদেশ বিরোধী শক্তিরা দেশকে অরাজকতা সৃষ্টি করেছে তাদের নির্মূল করতে হবে ।তা না হলে আমাদের সাহিত্য চর্চা চলবে না। মনে তরুন অনেক সাহিত্যিক রয়েছে সাহিত্যমেলার মধ্য দিয়ে জানা চেনা যাবে। এ সাহিত্যের মাধ্যমে জীবনকে তুলে আনতে হবে। স্মার্ট নাগরিকদের কে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে।’

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন,বাংলা একাডেমির পরিচালক ড.আমিনুর রহমান সুলতান,আয়োজন কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

আলোচনার আগে শহরে একটি রেলি বের করা হয়। রেলিটি শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সাহিত্য মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। জেলার দু শতাধিক কবি,লেখক,সাহিত্যিক প্রথম দিনের কর্মশালায় অংশ নেন।

 

প্রথম দিন সকাল সাড়ে দশটায় শোভাযাত্রা শুরু হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, দুপুরে প্রবন্ধ পাঠ ও লেখক কর্মশালা এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ ১২ ফেব্রুয়ারি সকালে স্থানীয় লেখকদের স্বরচিত সাহিত্য পাঠ ,বিকেলে সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *