ঈদে নিশো, ফারিণ, নাজিফাদের ‘সিন্ডিকেট’

রহস্যের জাল বিস্তৃত হচ্ছে। বাড়াচ্ছে চিন্তা। রহস্য প্রতি মুহূর্তেই দানা বাধছে। আর এর মূলে আদনান। যে সত্য–মিথ্যার ধাঁধা তৈরি করে সব ঘটনার কেন্দ্রে থাকেন। কখনো সে প্রেমিক, কখনো হ্যাকার, কখনো মুখোশের আড়ালে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠা যুবক। এসবের মধ্যেই রয়েছে লুকোচুরি খেলা। এসব নিয়েই আদনান ছুটছে অজানা সত্যের খোঁজে।

এই আদনান আর কেউ নন, সময়ের আলোচিত অভিনেতা আফরান নিশো। সিন্ডিকেট ওয়েব সিরিজের ট্রেলারে নানা রহস্য নিয়ে আসছেন এই অভিনেতা। ট্রেলার ঘিরে দর্শকদের অজানা সব প্রশ্নের উত্তর দিতে ঈদের দিন রাত আটটায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে অরিজিনাল ওয়েব সিরিজ সিন্ডিকেট।

ঈদের অনুষ্ঠান নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে বিনোদন দুনিয়ায়। দুই দিন পর ঈদুল আজহা। এখন সিনেমা হল, টিভি চ্যানেলগুলো শেষ মুহূর্তের ব্যস্ততায় দিন পার করছে। আর এই ঈদ আয়োজন নিয়ে এক ধাপ এগিয়ে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিও। গত মাসের শেষের দিকে চরকির ফেসবুক পেজে মুক্তি পেয়েছিল টিজার। সর্বশেষ ৪ জুলাই মুক্তি পায় সিন্ডিকেট–এর অফিশিয়াল ট্রেলার। এসব টিজার–ট্রেলার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মাতামাতি আর অতি আগ্রহ বলে দেয় এবার ঈদ আয়োজনে দর্শকদের চোখ থাকবে সিন্ডিকেট–এর দিকে। সেই আভাস দিলেন সিরিজটির পরিচালক শিহাব শাহীনও। কথার শুরুতেই বললেন, পুরো সিরিজটি না দেখলে এই রহস্য শেষ হবে না। দর্শকদের আগ্রহ শেষ পর্যন্ত ধরে রাখার জন্যই এই কৌশল।

শিহাব শাহীন এর আগে চরকির জন্য মরীচিকা ওয়েব সিরিজ বানিয়ে প্রশংসা পান। এবার ক্রাইম থ্রিলার, রোমান্টিক ঘরানার মনস্তাত্ত্বিক গল্প বেছে নিয়েছেন। এ ধরনের গল্প দেশে আগে তেমন একটা দেখা যায়নি। এই পরিচালক বলেন, ‘মরীচিকায় কাজের অভিজ্ঞতা এক রকম আর সিন্ডিকেট–এর অভিজ্ঞতা পুরোই আলাদা। এর গল্প, প্লট, কাহিনিজুড়েই চমক থাকবে। এটি একটি মার্ডার মিস্ট্রি ক্রাইম থ্রিলার। আমরা বর্তমান সময়ের সমসাময়িক একটি ঘটনা দেখানোর চেষ্টা করেছি। আমাদের চারপাশে ঘটা অপরাধ বা ঘটনাগুলো নিয়েই সিন্ডিকেট। এটুকু নির্দ্বিধায় বলতে পারি, দেশের দর্শক সিন্ডিকেট–এ নতুন কিছু দেখবে।’

সিন্ডিকেট–এর মূল চমক থাকবে আফরান নিশোকে ঘিরে। নিশোকে আগে এভাবে তেমন কোনো চরিত্রে দেখা যায়নি। মাথায় ছোট চুল, খোঁচা খোঁচা দাড়ি। চোখ দুটি ঘোলাটে। কখনো প্রেমের গল্পের নায়ক, কখনো স্বল্পভাষী রহস্যময় হয়ে ধরা দেওয়া এই চরিত্র ঈদে আলোচনার জন্ম দিতে পারে। নিশো বলেন, ‘আমাকে দেখা যাবে অ্যাসপারগার সিনড্রোমে আক্রান্ত একটি চরিত্রে। যে ইন্ট্রোভার্ট। এই চরিত্রটা করার জন্য আমাকে চুল কাটতে হয়েছে। সেই সঙ্গে রোগটা নিয়ে আমাকে অনেক গবেষণাও করতে হয়েছে। শিহাব ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ও আনন্দ বরাবরের মতোই। সেই সঙ্গে ফারিণ ও নাজিফা তুষি দুর্দান্ত কাজ করেছে।’

ঈদে নিশো, ফারিণ, নাজিফাদের ‘সিন্ডিকেট’-02

ভিশন নিবেদিত অরিজিনাল সিরিজ সিন্ডিকেট–চমক এখানেই শেষ নয়। প্রথমবারের মতো ওয়েব সিরিজে পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে নাজিফা তুষি ও তাসনিয়া ফারিণকে। এর আগে এই দুই অভিনয়শিল্পীকে একসঙ্গে দেখা গিয়েছিল চরকির সিনেমা নেটওয়ার্কের বাইরে–তে। সেখানে তাঁদের তেমন একটা দেখা না হলেও এবার এই দুই অভিনেত্রী মুখোমুখি হচ্ছেন। সিন্ডিকেট–এ তাঁদের মারামারি করতে দেখা যাবে। নাজিফা তুষি বলেন, ‘এই প্রথম কোনো ঈদে আমার এত বড় কাজ রিলিজ হচ্ছে। সেই সঙ্গে আমার অনেক প্রথমের সমন্বয় হয়েছে সিন্ডিকেট–এ। আমার প্রথম ওয়েব সিরিজ, প্রথমবার শিহাব ভাই, নিশো ভাই ও ফারিণের সঙ্গে কাজ করা। আরও ভালো লাগছে সিন্ডিকেট–এর ট্রেলার ট্রিজার পোস্টার নিয়ে দর্শকদের অনেক আগ্রহ দেখতে পারছি।’

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘দেখতে দেখতে চরকির বর্ষপূর্তি চলে এসেছে। ঈদ আর প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দর্শকের জন্য সিন্ডিকেট আসছে। নিশো, ফারিণ ও তুষিকে নিয়ে শিহাব শাহীনের অসাধারণ একটা কাজ দর্শকদের উপহার দিচ্ছেন। দর্শকের ঈদ কাটুক চরকির সঙ্গে, ফিল্ম ফান ফুর্তিতে।’ সিন্ডিকেট-এ অন্যান্য চরিত্রে দেখা যাবে শতাব্দী ওয়াদুদ, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন খানসহ অনেককে। সাত পর্বের এই সিরিজে রয়েছে দুটি গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *