ফরিদগঞ্জে স্কুলগুলোতে ফিরেছে প্রাণ

দীর্ঘ প্রায় দেড় বছর পর পাঠদান কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের পদচারণায় প্রাণচাঞ্চল্য ফিরেছে ফরিদগঞ্জ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকস্কুল,কলেজ ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে আসতে পেরে উচ্ছ্বসিত তারা।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকস্কুল, কলেজ ও মাদ্রাসা স্তরের মোট তিন শত শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় ১৯০টি, মাধ্যমিক বিদ্যালয় ৫০টি মাদ্রাসা ৫২টি, কলেজ ৮টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ১টি।

করোনার কারণে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাদান কার্যক্রম বন্ধ ছিল গত বছরের ১৭ মার্চ থেকে। ফলে শিক্ষার্থীরা আসতে পারেনি তাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে। সহপাঠীদের ছেড়ে দীর্ঘ দেড় বছর বাড়িতে কেটেছে একপ্রকার বন্দি অবস্থায়। দীর্ঘদিন পর আজ থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু হওয়ায় আবারও বিদ্যালয় প্রাঙ্গণে আসতে পেরে খুশি তারা।

আষ্ঠা মহমায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হোসেন (বিএবিএড) জানিয়েছেন, শিক্ষার্থী ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিণত হয়েছিল বিরাণভূমিতে। পাঠদান কার্যক্রম শুরু হওয়ায় এখন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি নির্দেশনা অনুযায়ী সব রকম ব্যবস্থাগ্রহণ করেছে বলে জানালেন ওই প্রতিষ্ঠানপ্রধান।

উল্লেখ্য করোনা অতিমহামারীর জন্য গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। করোনা পরিস্থিতি কিছুটা কমে আসায় শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রোববার(১২ সেপ্টেম্বর) থেকে সারা দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শুরু হয়েছে পাঠদান কার্যক্রম।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে ,স্বাস্থ্যবিধি মেনে শতভাগ মাষ্ক ব্যবহার নিশ্চিত করে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে প্রবেশ করানো হচ্ছে।আর এতদিন পর স্কুলে আসতে পেরে আনন্দের কমতি নেই শিক্ষার্থীদের। অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও রয়েছে কিছুটা ভয়-ভীতি।

ফরিদগঞ্জ প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *