স্পিকার শিরীন শারমিন সেজে তাক লাগালেন চাঁদপুরের স্কুলছাত্রী কাজী ইশরাত জামিলা আহনাফ

 

বাংলাদেশের প্রথম নারী ও পরপর তিনবারের জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে ২০১৩ সালের ৩০ এপ্রিল নবম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। ৪৬ বছর বয়সে তিনি সর্বকনিষ্ঠ স্পিকাররূপে সাবেক স্পিকার ও বর্তমান রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হন। এরইমধ্যে রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা নিয়েও আছেন আলোচনায়।

 

 

স্পিকার শিরীন শারমিন সংগ্রামী ও সাফল্যময় জীবনের প্রতি বিশেষ অনুপ্রেরণা আর ভালোবাসা প্রকাশস্বরূপ স্পিকারের অবয়ব নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী/এসএসপি পরীক্ষার্থী কাজী ইশরাত জামিলা আহনাফ।

 

৩১ জানুয়ারি মঙ্গলবার সে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ‘যেমন খুশি তেমন সাজো’ ইভেন্টে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সেজে সবাইকে তাক লাগিয়ে দেয়।

এসময় তার পরনের শাড়ি ও সাজগোজে স্পিকারের অবয়ব ফুটে উঠে। প্রতিযোগিতার পুরস্কার পর্বের প্রধান অতিথি চাঁদপুর পুলিশ সুপার, বিশেষ অতিথি, স্কুলের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দসহ উপস্থিত সবাই তার এ সাজ দেখে মুগ্ধ হন।

প্রতিযোগিতায় কাজী আহনাফ প্রথম স্থান অর্জন করে অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম থেকে পুরস্কার গ্রহণ করেন।

প্রসঙ্গত, কাজী ইশরাত জামিলা আহনাফ চাঁদপুর টাইমসের প্রকাশক ও দৈনিক চাঁদপুর সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের কন্যা। সাফল্যময় জীবন গঠনে সে সবার নিকট দোয়া প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *