চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ৬ ইউনিট কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিম ও চাঁদপুর জেলার নেতৃবৃন্দের যৌথ সভায় চাঁদপুর জেলার ৬টি ইউনিট কমিটি অনুমোদন দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের চাঁদপুর জেলা আহবায়ক হযরত আলী ঢালী ও সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।

অনুমোদিত ইউনিট কমিটি গুলো হলো :

১। হাজীগঞ্জ উপজেলা : হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ বিল্লাল হোসেন, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম চৌধুরী (মিঠু)। যুগ্ম আহবায়ক-১ মো. জহিরুল ইসলাম মজুমদার, ২. মাহবুব আলম, ৩. মো. আবু বক্কর ছিদ্দিক, ৪. মো. রাশেদুল ইসলাম, ৫. মো. হাসান পাটওয়ারী, ৬. মো. আনোয়ার হোসেন, ৭. মো. শাহজালাল (রাসেল), ৮. মো. শরীফুল ইসলাম, ৯. মো. জহিরুল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২। হাজীগঞ্জ পৌর : হাজীগঞ্জ পৌর কমিটির আহবায়ক মুজিবুর রহমান, সদস্য সচিব মো. ইকবাল হোসেন সর্দ্দার, যুগ্ম আহবায়ক-১ নুর মোহাম্মদ সবুজ, ২. মো. আজাদ হোসেন (বাপ্পি), ৩. মো. দিনার , ৪. মো. কাজী সালেহ আকরাম (রাকিব), ৫. মহি উদ্দিন, ৬. মো. আলমগীর হোসেন, ৭. মো. আব্দুর রব (রবু), ৮. মো. রবিউল হাসান (সজল), ৯. মো. খোরশেদ ইসলাম সাহেন শাহ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৩। কচুয়া উপজেলা : কচুয়া উপজেলা কমিটির আহবায়ক গাজী মো. শাহজাহান সিরাজ, সদস্য সচিব মো. আল আমিন। যুগ্ম আহবায়ক-১ মো. মোশারফ হোসেন, ২. মো. এসএম মান্নান সবুজ, ৩. কাজী তৌহিদুল আলম, ৪. মো. মানিক মজুমদার, ৫. মোহাম্মদ হোসেন, ৬. মো. আব্দুল হাকিম, ৭. মো.ইসহাক মিয়া, ৮. মো. মজিবুর রহমান, ৯. মো. বিল্লাল হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৪। কচুয়া পৌর : কচুয়া পৌর কমিটির আহবায়ক মো. এনামুল হক, সদস্য সচিব মো. মিজানুর রহমান। যুগ্ম আহবায়ক-১ আব্দুল কাদের ফারুক, ২. মো. মাসুদ রানা, ৩. মো. শরীফ উল্যাহ, ৪. মো. মমিনুল হক, ৫. আলমগীর হোসেন, ৬. মো. অলি উল্লাহ, ৭. মো. আনোয়ার, ৮. আব্দুল্লাহ আল মামুন, ৯. হাফেজ মো. আলমগীর সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৫। শাহরাস্তি উপজেলা : শাহরাস্তি উপজেলা আহবায়ক মো. মাসুদ হোসেন, সদস্য সচিব মো. মোয়াজ্জেম হোসেন সিপন। যুগ্ম আহবায়ক-১ মো. ইকবাল হোসেন প্রিন্স, ২. মো. রবিউল আলম, ৩. মো. রাফায়েত হোসেন, ৪. রাশেদ পাটওয়ারী, ৫. জসিম উদ্দিন সাগর, ৬. মো. বিল্লাল হোসেন, ৭. মো. সফিকুর রহমান রনি, ৮. মো. নুরে আলম অপু, ৯. মো. আব্দুল করিম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৬। হাইমচর উপজেলা : হাইমচর উপজেলা আহবায়ক মো. বোরহান উদ্দিন জোটন, সদস্য সচিব মো. জহিরুল ইসলাম। যুগ্ম আহবায়ক-১ মো. মিজানুর রহমান, ২. আবুজাফর খান, ৩. আরিফুল ইসলাম, ৪. মো. সাহিদ হোসেন, ৫. মো. বোরহান উদ্দিন, ৬. রিয়াদ হোসেন জনি, ৭. মো. হাবিব গাজী, ৮. মো. নুরে আলম গাজী চুন্নু, ৯. মো. আব্দুল আলিম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

উক্ত কমিটি সমূহ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক (সহ সাধারণ সম্পাদক পদমর্যাদা) নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *