৫৭ স্বেচ্ছাসেবী সংগঠন ও ৫৩ ব্যক্তিকে অনুদানের চেক প্রদান

 

 

স্টাফ রিপোর্টার

জেলা প্রশাসন, চাঁদপুর ও জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর যৌথ আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ৬৩টি নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনকে ১৮ লক্ষ ৪৮ হাজার টাকার সাধারণ অনুদান এবং ০৬ জন ব্যক্তিকে ৩৬ হাজার টাকার বিশেষ অনুদানের চেক মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক চাঁদপুর জনাব কামরুল হাসান মহোদয় প্রধান অতিথি হিসেবে গতকাল ৩০ আগস্ট ২০২২ খ্রিঃ বেলা ১২ ঘটিকায় তাঁর সম্মেলন কক্ষে ৫৭ টি সংগঠনের প্রতিনিধি ও ৫৩ জন গরীব, অসহায় ও দুস্থ ব্যক্তির হাতে উক্ত অনুদানের চেক তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক

 

(রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এ. আর. এম. জাহিদ হাসান, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার

চৌধুরী উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার। জেলা সমাজসেবা

কার্যালয়, চাঁদপুর এর সহকারি পরিচালক জনাব মিয়া ফিরোজ আহমদ খান, সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) জনাব মোঃ মনিরুল ইসলাম এ সময়

 

উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জনাব জনাব কামরুল হাসান মহোদয় তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন যে, স্বেচ্ছাসেবী সংগঠনের অনুদান দেয়ার উদ্দেশ্য হচ্ছে স্বেচ্ছাসেবকদের উদ্বুদ্ধ করা। একই সাথে সংগঠনের কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে গরীব অসহায় দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য সহায়তা করছেন। তাঁর জন্য সবাই দোয়া করবেন তিনি যেন সুস্থ

 

থাকেন এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন। জেলা প্রশাসক মহোদয় সকল রোগীর সুস্থতা কামনা করেন।

পরে তিনি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং গরীব অসহায় ও দুস্থ ব্যক্তিদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অনুদানের চেক হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *