হাসপাতালের নবজাতকদের স্পেশাল কেয়ার ইউনিট উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নবাজাতকদের স্পেশাল কেয়ার ইউনিট (এসসিএএনইউ) উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় হাসপাতালের শিশু ওয়ার্ডে এই কেয়ার ইউনিট উদ্বোধন করেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ, চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক জামাল সালেহ উদ্দিন, বিএমএ এর সভাপতি ডা. নূরুল হুদা, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা পলিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, শিক্ষামন্ত্রীর চাঁদপুর প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু।

এরপর মন্ত্রী ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক দু’টি জেনারেল অ্যানেস্থেসিয়া মেশিন হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। এরপর মন্ত্রী হাসপাতাল সভা কক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন। সভাশেষে তিনি নিজ বাসভবনে অবস্থান করে ঢাকার উদ্দেশ্যে বিকেলে চাঁদপুর ত্যাগ করেন।

স্টাফ রিপোটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *