২ কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার

স্টাফ রিপোর্টার সরকারি বিপণন সংস্থা টিসিবির জন্য দু কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। এতে সরকারের ব্যয় হবে ৫১০ কোটি ২৮ লাখ টাকা।

বুধবার ১৪ ডিসেম্বর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও কানাডা থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন এমওপি ও টিএসপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকার।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে তিনটি পৃথক লটে ২ কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

প্রথম লটে প্রতি লিটার ১৮৪ টাকা ৮৪ পয়সা দরে ১ কোটি ১০ লাখ লিটার, দ্বিতীয় লটে প্রতি লিটার ১৮৪ টাকা ৫০ পয়সা দরে ৫৫ লাখ লিটার এবং তৃতীয় লটে প্রতি লিটার ১৮৫ টাকা ৯৫ পয়সা দরে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল সরবরাহ করা হবে।
এর আগে গত ৩০ নভেম্বর ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দেয় সরকার। ওই লটে প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছিল ১৫৬ টাকা ৯৮ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *