৬ মাস পাগল থাকি, এই প্রেসক্রিপশন আসিফকে কে দিয়েছে?

৬ মাস পাগল থাকি, এই প্রেসক্রিপশন আসিফকে কে দিয়েছে?
৬ মাস পাগল থাকি, এই প্রেসক্রিপশন আসিফকে কে দিয়েছে?

চাঁদপুর সময় রিপোট-আমি ছয় মাস পাগল থাকি, এই প্রেসক্রিপশন আসিফকে কে দিয়েছে? গতকাল সোমবার রাতে ফেসবুক লাইভে এসে কণ্ঠশিল্পী আসিফের উদ্দেশে এ প্রশ্ন করেন শিল্পি নাজমুন মুনিরা ন্যান্সি।

এক ঘণ্টারও বেশি সময় ধরে করা লাইভের শেষভাগে আসিফ নিজেও মন্তব্য করেন। ন্যান্সির উদ্দেশে আসিফ লিখেছেন-দোয়া রইল।

আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ন্যান্সি। প্রাথমিক তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ময়মনসিংহের এক নম্বর আদালতে আসিফ আকবরকে হাজির হওয়ার তারিখ ধার্য করা হয়েছে। এরই মধ্যে মামলার পক্ষে ও বিপক্ষে নিজেদের মতও প্রকাশ করছেন শ্রোতা থেকে শুরু করে সংগীত সংশ্লিষ্টরা।

ন্যান্সি বলেন, ‘আসিফ বিভিন্ন সময় লাইভে এসে আমার মাথা খারাপ বলে মন্তব্য করেন। শাহরিয়ার নাজিম জয় জিজ্ঞেস করেছিলেন, মাথা খারাপ হলে ভালো গায় কীভাবে? আসিফ এর উত্তরে বলেন, মাথা আর কণ্ঠ এক না।’

ন্যান্সি সবার উদ্দেশ্যে বলেন, ‘আমার মাথা খারাপ। আমি ৬ মাস পাগল থাকি তাহলে এই মাথা খারাপ মানুষটাকে রাষ্ট্র এমনি এমনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়ে দিলো? বছরে বছরে সম্মাননা দেয় এমনিতেই? ’

মামলা না করে বিকল্প পথে সুরাহা করা যেত বিষয়টি এমন প্রশ্নের উত্তরে ন্যান্সি বলেন, ‘প্রথম আমি অনেক দেখেছি, সময় নিয়েছি। কিন্তু তিনি বার বার আমাকে নিয়ে বিভিন্ন মিডিয়াতে বলেই যাচ্ছিলেন অসম্মানজনক কথা। সেসব যখন আর নেওয়া যাচ্ছিল না তখন ভাবলাম এবার আমার কিছু করা উচিত। আর অনেকে বলছেন, আলোচনা করা যেত। আসলে আমাদের সম্পর্কটা আলাপের জায়গায় নেই। আর আলাপে বসে ঠিকঠাক করে নিলে কি তিনি আমার বিরুদ্ধে যে বদনাম করেছেন সেটা মিটে যেত? না যেত না।’

ন্যান্সি বলেন, ‘আমি থানায় অভিযোগ দায়ের করেছি জুলাইয়ের ১০ তারিখ, সব প্রমাণসহ। পুলিশ দীর্ঘ সময় তদন্ত করেছে ও পরে কোর্টের সমন আসিফ আকবর পেয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *