চাঁদপুরে কৃষক দলের বিক্ষোভ সমাবেশ

 

স্টাফ রিপোর্টার

সার ও জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নিহত রহিম ও নূর আলম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা কৃষক দলের বিক্ষোভ কর্মসূচি পালন হয়েছে। ৭ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে সকাল ১০ টায় কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক

সম্পাদক ও জেলা সভাপতি মুহাম্মদ এনায়েত উল্লাহ খোকনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশ

অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম। বক্তব্য রাখেন জেলা কৃষক

দলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, পৌর কৃষক দলের সভাপতি আমিন মোল্লা, সাধারন সম্পাদক শাহজাহান, সদর উপজেলা

 

কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, মতলব উত্তর উপজেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন, ছেঙ্গারচর পৌর সভাপতি জাকির হোসেন, জেলা কৃষক দলের নেতা এরশাদ মিয়াজি,ফারুক সরদার প্রমুখ।

জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য যেকোনো সময় রাজপথে

আন্দোলনের ডাক আসবে। চাঁদপুরেও নেতাকর্মী রাস্তায় নেমে আসবে। রহিম, নূরে আলমের মতো কর্মীদের হত্যা করে আমাদের দমাতে পারবেন না।

আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রীকে বিদায় নিতেই হবে। সেই সাথে জ্বালানি তেল ও সারের মূল্য বৃদ্ধি করায় দেশব্যাপী হাহাকার চলছে। দেশ

পরিচালনায় এই ব্যর্থ সরকারের পদত্যাগ দাবি করেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *